• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১২ মে ২০২২  

শ্রীলংকার নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন দেশটির রাজনৈতিক দল ইউএনপির নেতা রনিল বিক্রমাসিংহে। 

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে শ্রীলংকান সংবাদমাধ্যম ডেইলি মিরর।

সংবাদমাধ্যমটি বলছে, গত সোমবার শ্রীলংকার প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ান মাহিন্দা রাজপাকসে। এরপর বুধবার সন্ধ্যায় প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন রনিল বিক্রমাসিংহে। তিনিই আজ দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

সন্ধ্যায় রাষ্ট্রপতি গোটাবায়া রাজাপাকসের সঙ্গে রুদ্ধদ্বার আলোচনা করেছেন বিক্রমাসিংহে, সোমবার মাহিন্দা রাজাপাকসের পদত্যাগের পর নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

ডেইলি মিররের প্রতিবেদনে বলা হয়েছে, শপথ নেয়ার পর বিক্রমাসিংহে কলম্বোর একটি মন্দির পরিদর্শন করবেন এবং এরপরই দায়িত্বগ্রহণ করবেন তিনি।

ঝালকাঠি আজকাল