• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ঝালকাঠি আজকাল

গাজায় ইসরায়েলের হামলায় আরো ১০৭ ফিলিস্তিনি নিহত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৪  

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় গত ২৪ ঘণ্টায় আরো ১০৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে দুই শতাধিক মানুষ।মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।বিবৃতিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় নিহত অন্তত ১০৭ জনের লাশ উপত্যকার বিভিন্ন হাসপাতালে আনা হয়েছে। এছাড়া গাজার ধ্বংসস্তূপগুলো থেকে অন্তত ১৪৩ জন আহত ব্যক্তি উদ্ধার করা হয়েছে।অন্যদিকে হামলার শিকার অনেকে এখনও ধ্বংসস্তূপের নিচে রয়েছে বলে জানা গেছে। ইসরায়েলি বাহিনীর অবরোধের ফলে গাজার বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা ভুক্তভোগীদের কাছে পৌঁছতে পারছেন না।

অবরুদ্ধ উপত্যকাটিতে ইসরায়েলের নির্বিচার হামলার এরইমধ্যে চার মাস শেষ হয়েছে। এই সময়ে ইসরায়েলি বাহিনীর বর্বর আগ্রাসনে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ২৭ হাজার ৫৮৫। নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৯৭৮ জনে।

ঝালকাঠি আজকাল