• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

জন্মনিরোধক জড়ানো কলা যুবকের পেটে!

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

জন্মনিরোধক জড়ানো কলা খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক যুবক। এমন দৃশ্য দেখে হতবাক হাসপাতালের চিকিৎসকরা। সম্প্রতি ‘কিউরাস’ মেডিকেল জার্নালে এমন খবর প্রকাশিত হয়েছে।
সংবাদমাধ্যমের খবরে জানা যায়, ৩৪ বছর বয়সী ওই যুবক পেটে অসহ্য ব্যথা, বমি বমি ভাব নিয়ে হাসপাতালে ভর্তি হন। তিনি জানিয়েছিলেন, ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে কোনো খাবার ও পানীয় খেলেই তার পাকস্থলীতে তীব্র যন্ত্রণা হচ্ছিল। চিকিৎসকরা সিটিস্ক্যান করার পর জানতে পারেন, ওই যুবকের ক্ষুদ্রান্তে আটকে আছে জন্মনিরোধক জড়ানো একটি কলা।


চিকিৎসকরা জানান, ওই রোগী মানসিক অবসাদে ভুগছিলেন। পাশাপাশি তার শরীরে হরমোনের ভারসাম্যও বিঘ্নিত হয়েছিল। এই দুই সমস্যার কারণেই ওই যুবক এ কাজ করে বসেন।

চিকিৎসকরা আরও জানান, এমন পরিস্থিতি দেখে তারা সঙ্গে সঙ্গে অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচারের পর সেই ফলের ছবিও প্রকাশ করেন তারা। তিন দিন পর রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়।

রোগীর অবস্থা এখন স্থিতিশীল বলে জানান চিকিৎসকরা। তবে যুবকের খেতে ও মলত্যাগ করতে এখনও সমস্যা হচ্ছে। চিকিৎসকরা জানান, পুরোপুরি স্বাভাবিক জীবনযাপন করতে রোগীর অন্তত ছয়মাস সময় লাগবে।

ঝালকাঠি আজকাল