• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

পদ্মায় জেলের জালে ধরা পড়ল কুমির!

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৫ নভেম্বর ২০২২  

কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ ব্রিজ সংলগ্ন পদ্মা নদীতে মাছের বদলে জেলের জালে ধরা পড়েছে বিশাল আকৃতির এক কুমির। শুক্রবার (৪ নভেম্বর) সন্ধ্যায় পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের পুরাতন ফেরিঘাট এলাকায় আবুল কালাম আজাদ নামে একজন জেলের জালে আটকা পড়ে বিশাল আকৃতির ওই কুমিরটি। বড় মাছ ভেবে প্রথমে তিনি জাল টেনে তোলেন। এরপরই দেখতে পান মাছ নয়, তার জালে আটকা পড়েছে কুমির।  

পরে স্থানীয়দের সহযোগিতায় কুমিরটিকে তীরে তোলা হয়। এরপর খবর দেয়া হয় উপজেলা প্রশাসন এবং বন বিভাগকে। বন বিভাগের কর্মকর্তারা জানান, ডোরা কাটা এই কুমিরটি মূলত মিঠা পানির কুমির।  

বিভাগীয় বন কর্মকর্তা মো. কবির বলেন, কুমিরটির দৈর্ঘ্য ৬ ফুট, চওড়া আড়াই ফুট এবং ওজন ৩৫ কেজি। বর্ষায় এটি ফারাক্কা বাঁধ খোলা পেয়ে ভারত থেকে বাংলাদশে এসে থাকতে পারে।  

রাতে পদ্মা নদীতেই কুমিরটিকে অবমুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলার বাহিরচর ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান কচি।

ঝালকাঠি আজকাল