• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

বৌভাতে নবদম্পতিকে সয়াবিন তেল উপহার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৩ মার্চ ২০২২  

বেশ কিছুদিন ধরে দ্রব্যমূল্যর লাগামহীন ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস সাধারণ মানুষ। বিশেষ করে সয়াবিন তেলের মূল্যে দামে আগুন অবস্থার কারণে অনেক জায়গায় কৃতিম সংকট তৈরি হয়েছে। এতে বিপাকে পড়েছেন মধ্য ও নিম্ন আয়ের মানুষজন। এ অবস্থায় অবনব পন্থায় প্রতিবাদ জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি বৌভাত অনুষ্ঠানে নবদম্পতিকে ৫ লিটারের এক বোতল সয়াবিন তেল উপহার দিয়েছেন এক অতিথি। শনিবার (১২ মার্চ) উপজেলার ভলাকূট ইউনিয়নের ভলাকূট গ্রামে চমকপ্রদ এ ঘটনা ঘটে।

জানা গেছে, শনিবার ভলাকূট গ্রামে সেনা সদস্য মোস্তফা আলম সোহাগের বউভাত অনুষ্ঠান ছিল। এ অনুষ্ঠানে আগত অতিথিরা নবদম্পতির জন্য বিভিন্ন উপহার সামগ্রী নিয়ে আসেন। অতিথিদের মধ্যে নাসিরনগর উপজেলা সদরের বাসিন্দা বদিউল আশরাফ মৃধা নবদম্পতিকে ৫ লিটার সয়াবিন তেল উপহার দেন।

সয়াবিন তেল উপহার দেওয়ার বিষয়ে বদিউল আশরাফ মৃধা বলেন, যে হারে সয়াবিন তেলের দাম বাড়ছে, তাতে করে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। সেজন্য উপহার হিসেবে সয়াবিন তেল দেওয়াটাই আমার কাছে প্রাসঙ্গিক মনে হয়েছে। এদিকে, সময়োপযোগী এমন উপহার আনন্দের সঙ্গেই নিয়েছে বরপক্ষ।  

বরের বড়ভাই সোহরাব শান্ত বলেন, সয়াবিন তেল উপহারের বিষয়টি খুব চমকপ্রদ হয়েছে। অনুষ্ঠানে এই উপহার ভিন্ন মাত্রা যোগ করেছে।

ঝালকাঠি আজকাল