• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ঝালকাঠি আজকাল

পিস্তল লোড-আনলোডের সময় অস্ত্রের দোকান কর্মচারী গুলিবিদ্ধ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ জুন ২০২৪  

রাজধানীর শাহবাগের ট্রফি কানা টাওয়ারের দ্বিতীয় তলায় অস্ত্রের দোকানে শাহিন (৩৫) নামের এক কর্মচারী রহস্যজনকভাবে গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এরপর জরুরি বিভাগের চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার গুলিটি বের করেন।

গুলিবিদ্ধ শাহিনের ভাই শাকিল বলেন, আমার ভাই অস্ত্রের দোকানে চাকরি করে। হঠাৎ তার কোমরের ওপরে ডান পাশে একটি গুলি লাগে। পরে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। জরুরি বিভাগের চিকিৎসকরা অস্ত্রোপচারের মাধ্যমে তার একটি গুলি বের করেন।

তিনি বলেন, এটি এফ আহম্মেদ নামের এক ব্যক্তির অস্ত্রের দোকান। আমি জানতে পেরেছি টুটু বোর পিস্তল লোড-আনলোডের সময় অসাবধানতাবশত একটি গুলি বেরিয়ে আমার ভাইয়ের কোমরের ওপরে লাগে। এর বেশি আর কিছু জানি না।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, আমরা প্রথমে মনে করেছিলাম এটি পল্টন থানার ঘটনা। আমরা বিষয়টি প্রথমে পল্টন থানাকে জানাই। পরে ঘটনাস্থলে পল্টন থানার ওসি এবং সহকারী পুলিশ কমিশনার আসেন। পরে শাহবাগ থানা পুলিশ আসে। বর্তমানে বিষয়টি শাহবাগ থানা তদন্ত করছে।

তিনি বলেন, কীভাবে তার শরীরে গুলি লেগেছে সে বিষয়ে স্পষ্টভাবে জানতে পারিনি।

ঝালকাঠি আজকাল