• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

‘কৃষ ৪’ নিয়ে বড়সড় ঘোষণা দিলেন হৃতিক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২৩  

২০০৩ সালে বলিউড পরিচালক ও প্রযোজক রাকেশ রোশন বাচ্চাদের জন্য তৈরি করেন এক সুপারহিরো। ‘কোই মিল গায়া’র সেই এলিয়েন ‘জাদু’র স্পর্শে সুপার পাওয়ার পায় রোহিত। এরপর রোহিতের ছেলে কৃষ্ণা এভাবেই এগিয়ে চলছে সুপারহিরো ফ্রাঞ্চাইজিটি। প্রথমে বাচ্চাদের জন্যে বানালেও এটি এখন সব শ্রেণির দর্শকের কাছেই প্রিয় একটি সিরিজ। তাই ‘কৃষ ৪’ কবে আসবে তা নিয়ে ব্যাপক কৌতূহল দর্শক মনে।

মুভি সিরিজটির প্রতিটি পর্বে সুপারহিরো হয়ে পর্দায় ধরা দিয়েছেন ‘গ্রিক গড’ খ্যাত বলিউড অভিনেতা হৃতিক রোশন। গত বছর জুন মাসে টুইটারে ‘কৃষ ৪’-এর ঝলক শেয়ার করেছিলেন অভিনেতা। সেখানে দেখা গিয়েছে চিরাচরিত কালো রঙের লং কোট পরে আকাশপথে উড়ে যাচ্ছেন কৃষ। তার মাঝেই মুখ থেকে নিজের মুখোশটি খুলে ছুঁড়ে দেন তিনি। ভিডিওর সঙ্গে লেখেন, “অতীতে যা হওয়ার হয়ে গিয়েছে। দেখা যাক, ভবিষ্যৎ কী নিয়ে আসে। ‘কৃষ ৪’।”

পিঙ্কভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে ছবিটি নিয়ে বড়সড় ঘোষণা দিলেন হৃতিক। জানালেন, শিগগির আসছে ‘কৃষ ৪’। তিনি বলেন, “আমি মনে করি, আমাদের সবার একত্র হয়ে একটু প্রার্থনা করা উচিত। সব কিছু সেট রয়েছে কিন্তু আমরা প্রযুক্তিগত দিক থেকে একটু আটকে আছি। আশা করছি, এই বছরের শেষে আমরা তা কাটিয়ে উঠব। ‘কৃষ ৪’ অবশ্যই আগামীর জন্য রয়েছে, আমার শিগগির বাস্তবে আনব।”

কৃষ নিয়ে বলিপাড়ায় এত মাতামাতির মূলে রয়েছে ছবিটির ধারাবাহিক সাফল্য। এর আগে একাধিক সুপারহিরো এলেও কোনোটাই এতটা সফলতা পায়নি। এই ছবির মাধ্যমেই হলিউডে দেখা নানান সুপারহিরো সিনেমার খানিকটা স্বাদ পেয়েছিল ভারতীয় দর্শক। আর তাতেই বাজিমাত করেছিল এই ছবি। যত দিন গিয়েছে ‘কৃষ’ নিয়ে আগ্রহ বেড়েছে দর্শকদের মধ্যে।

উল্লেখ্য, আগামীতে দীপিকা পাড়ুকোনের বিপরীতে ‘ফাইটার’ ছবিতে দেখা যাবে হৃতিক রোশনকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় তাকে ভারতীয় বায়ুসেনার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।

ঝালকাঠি আজকাল