• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বিশ্বকাপ নিয়ে ‘ব্যাচেলর পয়েন্ট’র নতুন চমক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২  

হালের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। দর্শকপ্রিয়তার সুবাদে বর্তমানে প্রচার হচ্ছে নাটকটির চতুর্থ সিজন। এরইমধ্যে ৭৫টি পর্ব প্রচার হয়েছে। কাবিলা, পাশা, শুভ, হাবু ও শিমুলদের নানা কাণ্ড দেখার জন্য প্রতিটি পর্বই লুফে নিচ্ছে দর্শক।

সেই দর্শকের জন্য সুখবর। নতুন চমক আসতে চলেছে ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৪’-এ। আসন্ন ফিফা বিশ্বকাপ উপলক্ষে একটি বিশেষ পর্ব নির্মাণ করা হবে। যেখানে দেখানো হবে, কাবিলা-শুভরা কে কোন দলের সমর্থন করে। সেই সমর্থন নিয়ে তাদের আলোচনা, তর্ক, ঠাট্টা সবই তুলে ধরা হবে পর্বটিতে।

বিশ্বকাপ পর্বের খবরটি দিয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা কাজল আরেফিন অমি। তার কাছে জানতে চাওয়া হয়, চতুর্থ সিজন কত পর্ব পর্যন্ত চলবে? জবাবে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আমাদের কিছু শুটিং বাকি আছে। এছাড়া ফুটবল বিশ্বকাপ নিয়ে একটি স্পেশাল পর্ব করার চিন্তা আছে। যেমনটা রমজান ও কোরবানি নিয়ে করেছিলাম।’

বলে রাখা প্রয়োজন, গত দুই ঈদে ‘ব্যাচেলর পয়েন্ট’-এর দুটি বিশেষ পর্ব প্রচার হয়। সেগুলো দ্রুততম সময়ে ভিউর রেকর্ড গড়ে। এর মধ্যে ‘ব্যাচেলরস রমজান’-এর ভিউ ছাড়িয়েছে ১৮ মিলিয়ন এবং ‘ব্যাচেলরস কোরবানি’র ভিউয়ার্স ১৭ মিলিয়নের বেশি।

‘ব্যাচেলর পয়েন্ট’-এর প্রধান কয়েকটি চরিত্রে অভিনয় করেন জিয়াউল হক পলাশ, মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষী আলম ও শিমুল শর্মা। এছাড়াও আছেন পারসা ইভানা, সাবিলা নূর, শরাফ আহমেদ জীবন, সাইদুর রহমান পাভেল, মনিরা আক্তার মিঠু, আব্দুল্লাহ রানা প্রমুখ। ধারাবাহিকটি প্রচার হচ্ছে ধ্রুব টিভি নামের ইউটিউব চ্যানেলে।

প্রসঙ্গত, ক্রীড়া বিশ্বের সবচেয়ে বড় আয়োজন ফিফা বিশ্বকাপ শুরু হচ্ছে আগামী ২১ নভেম্বর কাতারে। প্রায় মাসব্যাপী আসরটির ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮ ডিসেম্বর।

ঝালকাঠি আজকাল