• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

মঞ্চে ‘মুজিবের মেয়ে’

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২১  

কাঁচখোলা রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজনা ‘মুজিবের মেয়ে’। চলমান বৈশ্বিক চ্যালেঞ্জকে অনুধাবন করে বাঙালির জাতিসত্তার জাগরণ এই নাটকের মূলমন্ত্র। গতকাল সোমবার মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটকটি। আজ মঙ্গলবারও দেখা যাবে এটি।

নান্টু রায়ের ‘মুজিবুরের মেয়ে’ কবিতায় জানতে চাওয়া হয়েছে, মুজিবুরের মেয়ে কেমন চালাচ্ছেন দেশ? নাটকে তুলে ধরা হয়েছে সেই ছবি। বর্ণনাত্মক রীতিতে নাটকটি লিখেছেন নাসরীন মুস্তাফা ও নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা। লেখক নাসরীন মুস্তাফা বলেন, ‘প্রত্যেক বাঙালির সাহস জোগাতে মুজিব এখনো অপরিহার্য। আর মুজিব আদর্শ চেতনায় ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিতে লড়াই করে চলেছেন মুজিবের মেয়ে। নাটকে সেটাই আমরা তুলে ধরেছি।’

আইরিন পারভীন লোপা বলেন, ‘নান্টু রায়ের কবিতা অবলম্বনে নাটকটি লিখেছেন নাসরীন মুস্তাফা। কাঁচখোলা রেপার্টরি থিয়েটারের ওয়াহিদুল ইসলাম, অভিনেতা সায়েম সামাদসহ সবার মিলিত প্রচেষ্টার ফসল এই নাটক।’ কাঁচখোলা রেপার্টরি থিয়েটারের দলনেতা ওয়াহিদুল ইসলাম বলেন, ‘করোনাকালীন দীর্ঘ এক বছরের অধিক সময় নানা চড়াই-উতরাই পার করে আবার আমাদের প্রাণের মঞ্চ আমরা পেয়েছি । সেই মঞ্চে নাট্যপ্রাণ একঝাঁক তারুণ্যের মঞ্চসৃজন ঘটবে এই নাটকে।’

‘মুজিবের মেয়ে’ নাটকের দৃশ্য

‘মুজিবের মেয়ে’ নাটকের দৃশ্য

ছবি: সংগৃহীত

নাটকে অভিনয় করবেন সায়েম সামাদ, অশোক বিশ্বাস সাগর, শামীম আহমেদ, আসমা-উল-হুসনা, মুস্তাফিজ শেখ, মুনমুন খান, এন আই টিপু, মির্জা সম্রাট, রাফিউল ইসলাম অনিক, সেজান জামান এবং ওয়াহিদুল ইসলাম।

ঝালকাঠি আজকাল