• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

ঝালকাঠি আজকাল

র‍্যাগিংয়ে জড়ালে ছাত্রত্ব বাতিল

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৩  

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) র‍্যাগিংয়ের অপরাধে কেউ জড়িত হলে ছাত্রত্ব বাতিলের সঙ্গে অভিভাবকদেরও জবাবদিহির আওতায় আনা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য কামালউদ্দীন আহমদ।
রোববার বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের নবীনবরণ ও সেমিনার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত উপাচার্য কামালউদ্দীন আহমদ বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের র‍্যাগিংয়ে না জড়ানোর জন্য দাফতরিক নির্দেশনা দিয়েছি। এ বিষয়ে সম্পূর্ণ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করছি। এরপরও যদি কেউ র‍্যাগিং করে, তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। ছাত্রত্ব বাতিল করার পাশাপাশি তাদের অভিভাবকদেরও জবাবদিহি করতে হবে।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থী এলে র‍্যাগিংয়ের ঘটনা বেড়ে যায়। নবাগত যারা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে, তারা অনেক স্বপ্ন নিয়ে আসে। তাদের সুন্দর স্বপ্ন পূরণ করা আমাদের দায়িত্ব। আর এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বিভাগের জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। তাদের নির্দেশনা দিতে পারেন শিক্ষক প্রতিনিধিরা।

অনুষ্ঠানে লোকপ্রশাসন বিভাগের সভাপতি আছমা বিনতে ইকবাল সভাপতিত্ব করেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের সভাপতি ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠি আজকাল