• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

সংক্রমণ বাড়লেও ক্লাস বন্ধ করার মতো পরিস্থিতি হয়নি: শিক্ষামন্ত্রী

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২  

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে করোনা সংক্রমণ বেড়েছে। তবে এখনই ক্লাস বন্ধ করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

সোমবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, গত বছর মার্চ মাস থেকে দেশে করোনা পরিস্থিতির অবনতি হয়েছিল। তাই এবছরেও মার্চ পর্যন্ত দেখে পুরোদমে শ্রেণিপাঠ চালু হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি বলেন, এখনো আশংকাজনক পরিস্থিতি তৈরি হয়নি দেশে। তবে করোনা সংক্রমণ বাড়ছে বলে সবাইকে সাবধান থাকতে হবে। স্বাস্থ্যবিধি মানতে হবে।

দীপু মনি বলেন, দুই বছরের ঘাটতি একশিক্ষা বর্ষেই পোষানো সম্ভব নয়। আর বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসেই হবে। সকল বিষয় মন্ত্রণালয় পর্যবেক্ষণে রেখেছে তাই যদি সংক্রমণ বাড়তে থাকে তাহলে ক্লাস কমানো বা বন্ধ করে দিতে পারে।

ঝালকাঠি আজকাল