• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নভেম্বরের শুরুতে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২১  

এসএসসি ও সমমান পরীক্ষা আগামী ৫ থেকে ১১ নভেম্বর এবং এইচএসসি ও সমমান ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার জন্য প্রাথমিক সূচি তৈরি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি। 

পরীক্ষা শুরুর দুই সপ্তাহ আগে চূড়ান্ত সূচি প্রকাশ করা হবে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ নির্ধারণ হয়েছে বলে বিভ্রান্তি ছড়ানো হয়। এ ছাড়া অন্যান্য পরীক্ষা (জেএসসি-জেডিসি) নিয়েও বিভ্রান্তিরক তথ্য ছড়িয়ে পড়ে।

এ বিষয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘বোর্ড থেকে এখনও চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হয়নি। পরীক্ষার তারিখ এত অগ্রিম দেওয়া হবে না। চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে পরীক্ষা শুরুর দুই সপ্তাহ আগে। পরীক্ষার দু-একদিন আগেও তারিখ পরিবর্তন হতে পারে।’

এর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, নভেম্বরের মাঝামাঝি এসএসসি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়া হবে। 

করোনাভাইরাস মহামারীর আগে প্রতিবছর ফেব্রুয়ারির শুরুতে এসএসসি এবং এপ্রিলের শুরুতে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু করোনার কারণে সেই ধারা লণ্ডভণ্ড হয়ে গেছে।

ঝালকাঠি আজকাল