• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা বর্তমান প্রজন্ম মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারবে মুজিবনগর দিবস বাঙালির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আশার আলো দেখাচ্ছে পোশাকশিল্প

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩ আগস্ট ২০২২  

বৈদেশিক মুদ্রা বাজারে অস্থিরতার মধ্যেই প্রত্যাশার চেয়েও বেশি ডলার নিয়ে এল দেশের তৈরি পোশাকশিল্প। গত মাসে এ খাতে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ৩১৬ কোটি ৩০ লাখ ডলার ধরা হলেও এসেছে ৩৩৬ কোটি ৬৯ লাখ ডলার। অর্থনীতিবিদরা বলছেন, আমদানি ব্যয় মেটানোর পাশাপাশি দেশে বৈদেশিক মুদ্রা বাজারের অস্থিরতা কাটাতে ভূমিকা রাখবে রফতানি আয়ের এ প্রবৃদ্ধি।

তৈরি পোশাকশিল্পে ৪ হাজার ২৬১ কোটি ডলার আয় আর ৩৫ দশমিক ৪৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে গত অর্থছর শেষ করার পর চলতি অর্থবছরের শুরুতেও সুখবর দিল খাতটি। যেখানে গত অর্থবছরের শুরুতেই এ খাতের আয় কমেছিল ১১ দশমিক ০২ শতাংশ; সেখানে চলতি অর্থবছরের শুরু হল ১৬ দশমিক ৬১ শতাংশ বেশি আয় নিয়ে।

অর্থনৈতিক উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্য অনুযায়ী, গত মাসে তৈরি পোশাক রফতানি থেকে আয় এসেছে ৩৩৬ কোটি ৬৯ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়েও ৬ দশমিক ৪৫ শতাংশ বেশি।
 
অর্থনীতিবিদরা বলছেন, ডলারের সংকট মোকাবিলায় যখন চাপ দেয়া হচ্ছে আমদানি ব্যয় কমাতে, অস্থির যখন বৈদেশিক মুদ্রা বাজার। তখন রফতানি আয়ের এমন ইতিবাচক প্রবৃদ্ধি বিশ্ববাজারে জানান দিল বাংলাদেশের শক্ত অবস্থানের কথা।
 
এদিকে খাত বিশেষজ্ঞরা বলছেন, পোশাক রফতানিতে বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় শীর্ষ দেশ হলেও এখনো ব্যাপক ঘাটতি রয়েছে উৎপাদন দক্ষতায়। এই বাধা দূর করতে সমন্বিত উদ্যোগ নিলে সহজেই বাড়বে এ খাতে রফতানি আয়।

তৈরি পোশাকশিল্পে ভর করে গত জুলাইয়ে পণ্য রফতানি থেকে দেশে আয় এসেছে ৩৯৮ কোটি ৪৮ লাখ ডলার, যা গত বছরের জুলাইয়ের চেয়ে ১৪ দশমিক ৭২ শতাংশ বেশি।

ঝালকাঠি আজকাল