• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঘণ্টায় ২৫ কিমি গতিতে ভায়াডাকটের ওপর প্রথম চলল মেট্রোরেল

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২১  

প্রতি ঘণ্টায় ২৫ কিলোমিটার (কিমি) গতিতে ভায়াডাকটের ওপর দিয়ে প্রথমবারের মতো চলল মেট্রোরেল।  

এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে পরীক্ষামূলক চলাচল শুরু করলো স্বপ্নের মেট্রোরেল।

রোববার (২৯ আগস্ট) মেট্রোরেল রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত স্টেশন-১ থেকে যাত্রা শুরু করে। চারটি যাত্রীবাহী কোচ এবং সামনে ও পেছনে একটি করে ইঞ্জিন কারসহ মোট ছয়টি কোচের পুরো এক সেট ট্রেন ছিল এতে।  

প্রথমেই সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সবুজ পতাকা নেড়ে ট্রেন চলাচলের সংকেত দেন। বেলা পৌনে ১২টায় কোচ আনলোডিং এরিয়া থেকে এ পতাকা নাড়েন তিনি।  

সংকেত পেয়ে হুইসেল বাজিয়ে মেট্রোরেল লাইন-৬ এর ওপর দিয়ে ট্রেনটি হাজির হয় কোচ আনলোডিং এরিয়ায়। এর কিছুক্ষণ পর আবার ও হুইসেল ভায়াডাকট এরিয়ায় উঠে পল্লবীর উদ্দেশে ছেড়ে যায় মেট্রোরেল।  পরীক্ষামূলক কার্যক্রমের জন্য এদিন মেট্রোরেল ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে চালানো হয় বলে জানান ঢাকা ম্যাস ট্রান্সপোর্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।

ঝালকাঠি আজকাল