• বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৩ ১৪৩০

  • || ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

যাত্রীবেশে তারা ছিনতাই করতো ইজিবাইক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩  

মাদারীপুর যাত্রীবেশে অভিনব কায়দায় ইজিবাইক চুরির ঘটনায় নারীসহ আন্তঃজেলা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার রাতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার শানেরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় চোরাই দুটি ইজিবাইক উদ্ধার করে পুলিশ। বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মো. মাসুদ আলম।গ্রেপ্তারকৃতরা হলেন কালকিনি উপজেলার চর ঠ্যাঙ্গামারা এলাকার সোহরাব ব্যাপারীর ছেলে আনোয়ার ব্যাপারী (৩৮), পশ্চিম মিনাজদী এলাকার লুৎফর সরদারের ছেলে শাকিল সরদার (২০), কোলচরী সস্থাল এলাকার ছলেমান সরদারের ছেলে রনি সরদার (২২), রায়হান হাওলাদারের স্ত্রী কেয়া মনি (৩৬) ও ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পূর্ব হাসামদিয়া এলাকার মৃত আজিজ ব্যাপারীরর ছেলে ফেরদৌস ব্যাপারী (৪০)। তারা সবাই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য।
সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, জেলার বিভিন্ন এলাকায় যাত্রীবেশে ইজিবাইকচালককে চেতনানাশক খাইয়ে একটি চক্র ইজিবাইক ও অটোভ্যান ছিনতাই করতো। চক্রটি ধরতে জেলার গোয়েন্দা পুলিশ দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। সবশেষ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার শানেরপাড় এলাকায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় একটি চোরাই ইজিবাইকসহ আন্তঃজেলার চার চক্রের মূলহোতা আনোয়ার ব্যাপারীসহ তিন জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যে ফরিদপুরের ভাঙ্গা থানায় অভিযান চালিয়ে আরও একটি চোরাই ইজিবাইকসহ ফেরদৌস ব্যাপারীকে গ্রেপ্তার করে।
পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, আন্তঃজেলা চোর চক্রটি সাধারণ যাত্রী বেশে ইজিবাইকে ওঠে। পরে তারা ওই চালক নির্জন স্থানে নিয়ে চেতনানাশক খাইয়ে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে। আবার কখনো ধারালো অস্ত্রের মুখেও জিম্মি করে তারা ইজিবাইক ছিনতাই করে। চোরাই ইজিবাইকটি তারা ওয়ার্কশপে নিয়ে যন্ত্রাংশ খুলে তারপর বিক্রি করে। এই চক্রের পাঁচ জন ছাড়াও আরও অনেকে আছেন। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘এ ঘটনায় রাজৈর থানায় ডিবি পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। পরে আসামিদের বুধবার বিকেলে আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে প্রেরণ করেন।’

ঝালকাঠি আজকাল