মাকে আত্মগোপনে যেতে টাকা দিয়েছিলেন মরিয়ম মান্নান

মা হারানো সন্তানের আর্তনাদ, পোশাক দেখে মায়ের লাশ শনাক্ত ও পরবর্তী সময়ে জীবিত মা উদ্ধার। খুলনার রহিমা বেগমের অপহরণের নাটকের পর সন্তান মরিয়ম মান্নানের এসব কর্মকাণ্ডে ঘটনাটি দেশব্যাপী আলোচনায় এসেছিল। ওই মামলার তদন্ত ইতিমধ্যে শেষ করেছে পুলিশ ব্যুরো অব ইভেস্টিগেশন (পিবিআই)।
খুলনা পিবিআইয়ের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ‘মামলাটির তদন্ত আমরা শেষ করেছি। পরে পিবিআই সদর দপ্তরে জমা দেয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর রিপোর্ট আদালতে জমা দেয়া হবে।’
বর্তমানে রহিমা বেগম মেয়ে আদুরী আক্তারের জিম্মায় খুলনা শহরের একটি ভাড়া বাসায় বসবাস করছেন।
পিবিআই সূত্র বলেছে, মরিয়ম মান্নানের মাকে কেউ অপহরণ করেনি। বরং পরিকল্পিতভাবে তিনি আত্মগোপনে গিয়েছিলেন। আর এই পরিকল্পনার হোতা ছিলেন মরিয়ম মান্নান নিজেই। ঘটনার দিন মাকে আত্মগোপনে যাওয়ার জন্য মোবাইল ব্যাংকিং বিকাশের মাধ্যমে টাকাও পাঠিয়েছিলেন মরিয়ম, যা তাদের তদন্তে উঠে এসেছে।
২০২২ সালের ২৭ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে খুলনার দৌলতপুরের মহেশ্বরপাশার বণিকপাড়া থেকে রহিমা বেগম নিখোঁজ হন বলে অভিযোগ করে তার পরিবার। পিবিআই সূত্র বলেছে, রহিমা বেগম নিখোঁজ হওয়ার ২৫ দিন আগে ঢাকার বসুন্ধরা এলাকায় মেয়ে মরিয়ম মান্নানের বাসায় গিয়েছিল তিনি। সেখানে বসেই তারা সাজিয়েছিল এই নাটক। ২৭ আগষ্ট বিকেলে মরিয়ম মান্নান ঢাকা থেকে বিকাশের মাধ্যমে খুলনায় মাকে এক হাজার টাকা পাঠান। তার মা সেখান থেকে ৯৮০ টাকা ক্যাশ আউট করেন। রাতে আত্মগোপনে যান তিনি। বিকাশের অফিশিয়াল তথ্য তদন্তের সঙ্গে যুক্ত করা হয়েছে।
২৭ আগস্ট রাত সোয়া ২টার দিকে দৌলতপুর থানায় মায়ের অপহরণের অভিযোগে সাধারণ ডায়েরি (জিডি) করেন রহিমার ছেলে মিরাজ আল সাদী। পরে মাকে পাওয়া যাচ্ছে না জানিয়ে ২৮ আগস্ট দৌলতপুর থানায় মামলা করেন রহিমার মেয়ে আদুরী আক্তার। ওই মামলায় সন্দেহভাজন হিসেবে তাদের প্রতিবেশী মঈন উদ্দিন, গোলাম কিবরিয়া, রফিুকল ইসলাম পলাশ, মোহাম্মাদ জুয়েল ও হেলাল শরীফের নাম উল্লেখ করা হয়। তাদের সবাইকেই পুলিশ গ্রেপ্তার করেছিল। কিছুদিন কারাগারেও ছিলেন তারা।
পিবিআই বলছে, প্রতিবেশীদের সঙ্গে মরিয়ম মান্নানদের জমিসংক্রান্ত ঝামেলা ছিল। এ নিয়ে রহিমা বেগম আদালতে মামলা করেছিলেন। ওই মামলায় প্রতিবেশীরাই জিতে যাচ্ছিলেন। রহিমার জমির অংশ তার মেয়েরা লিখে নিয়েছিলেন। তাই প্রতিবেশীদের ফাঁসাতে তারা এই চক্রান্ত করেছিলেন।
এদিকে ময়মনসিংহের ফুলপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ নিখোঁজ রহিমা বেগমের দাবি করেছিলেন মরিয়ম মান্নান। ২২ সেপ্টেম্বর রাতে নিজের ফেসবুকে এক পোস্টে মরিয়ম দাবি করেন, মায়ের মরদেহ পেয়েছেন। ২৩ সেপ্টেম্বর ফুলপুর থানায় গিয়ে লিখিত দেন ওই মরদেহ তার মায়ের। তবে বিষয়টি নিশ্চিত হতে মরিয়মের ডিএনএ টেস্ট করেছিল পুলিশ।
পিবিআই বলছে, ফুলপুরে গিয়ে মরিয়ম মান্নান সম্পূর্ণ নাটক করেছিলেন, যা তাদের চক্রান্তের একটি অংশ ছিল। অজ্ঞাত মরদেহকে মা হিসেবে দাবি করার ঘটনায় তারা থানায় যা লিখিত দিয়েছিলেন, তাও তদন্তের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এই মামলায় মরিয়ম মান্নান ও তার মা রহিমা বেগমের বিরুদ্ধে দুজন ইতিমধ্যে আদালতে সাক্ষ্য দিয়েছেন। তারা হলেন রহিমা বেগমের ছেলে মিরাজ ও দ্বিতীয় স্বামী বেলাল হাওলাদার।
পিবিআই সূত্র বলেছে, ছেলে মিরাজ মায়ের বিচার চেয়ে আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছেন। তিনি আদালতে বলেছেন, রহিমা বেগম বিভিন্ন জায়গায় লুকিয়ে থেকে মিথ্যা কথা বলেছিলেন। এটা তার ইগোতে লেগেছে। এ জন্য তিনি স্বেচ্ছায় মায়ের বিচার চেয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন।
এ ছাড়া রহিমা বেগমের দ্বিতীয় স্বামী বেলাল হাওলাদার আদালতে বলেছেন, মরিয়ম মান্নান তাকে বলেছিলেন প্রতিবেশীদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে। তিনি মরিয়মের কথায় রাজি না হওয়ায় পুলিশকে ফোর্স করে তাকে গ্রেপ্তার করানো হয়েছিল। তবে পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে রহিমা বেগম কখনো কিছু স্পষ্ট করে বলেননি।
পিবিআই কর্মকর্তারা জানান, রহিমা বেগম অত্যন্ত চতুর। জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীদের একের পর এক হয়রানি করে এসেছেন। আত্মগোপনের বিষয়টির সব তথ্য-প্রমাণ পাওয়া গেলেও রহিমা বেগমের মুখ থেকে কোনো তথ্য বের করা যায়নি। এ ছাড়া তার মেয়ে মরিয়ম মান্নানও মায়ের মতো একই প্রকৃতির।
মাকে আত্মগোপনে পাঠিয়ে মেয়ে মরিয়মের একের পর এক নাটক সাজানোর মধ্যে ওই বছরের ২৪ সেপ্টেম্বর রাতে ফরিদপুরের বোয়ালমারীর সৈয়দপুর গ্রামের একটি বাড়ি থেকে অক্ষত ও স্বাভাবিক অবস্থায় রহিমাকে উদ্ধার করে পুলিশ। পরে রহিমা বেগম আদালতে দাবি করেন, তিনি অপহৃত হয়েছিলেন।
তবে পিবিআই বলছে, রহিমা বেগম অপহৃত হয়েছিলেন- এই দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। বরং তিনি নিজেই আত্মগোপনে গিয়েছিলেন বলে একাধিক প্রমাণ পাওয়া গেছে। আত্মগোপনে যাওয়ার পরে রহিমা বেগম একপর্যায়ে বান্দরবনে গিয়ে একটি হোটেলে কাজ করেন। পরে ফরিদপুরের বোয়ালখালীর সৈয়দপুর গ্রামে যান। সেখানে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হক শেখের কাছে তিনি একটি জন্মনিবন্ধন চেয়েছিলেন। তাও পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে যোগ করা হয়েছে।
পিবিআই সূত্র বলেছে, রহিমা বেগমের কথিত অপহরণের ঘটনায় মামলার বাদী আদুরী আক্তার ও সাজানো ঘটনার হোতা মরিয়ম মান্নানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। তাদের করা মামলা থেকে পাঁচ প্রতিবেশীকে অব্যাহতি দেয়ার সুপারিশও করা হয়েছে।
ঝালকাঠি আজকাল- দাম বাড়ালে জেল-জরিমানা করার নির্দেশ
- কোষ্ঠকাঠিন্য এড়াতে মানতে হবে পাঁচ নিয়ম
- প্রকৃতির নিয়মে চুল কালো করুন
- ইফতারে ‘গাজর পেঁপের সেমাই’
- মহাকাশে ক্যানসারের গবেষণা, কেন এমন পদক্ষেপ বিজ্ঞানীদের
- যশোরে বড় হচ্ছে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প
- এমপিদের জন্য নির্বাচনী পুরস্কার, এমপিও হচ্ছে ১০০ প্রতিষ্ঠান!
- রাজশাহীতে পান, আম গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র হবে সাতক্ষীরায়
- ঋণ বিতরণের শর্ত শিথিল হলো এসএমই খাতে
- পরপর দুই বারের বেশি সভাপতি হওয়া যাবে না
- দেশে পাঁচ বছরে বেকার ৭০ হাজার কমেছে
- একচ্ছত্র কর্তৃত্ব থাকছে না ইউএনওদের
- মন্দার দিকে এগোচ্ছে রুশ অর্থনীতি
- আঞ্চলিক হাব হবে মাতারবাড়ি, বদলে দেবে দেশের অর্থনীতি
- কক্সবাজারে বেড়াতে এসে ভারতীয় পর্যটকের মৃত্যু
- ভুল চিকিৎসায় প্রসূতির জরায়ু কেটে ফেলার অভিযোগ
- স্যরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যায় না: কাদের
- ডিএনসিসির খালগুলোর টেকসই উন্নয়নে সহযোগিতার আশ্বাস কানাডার
- স্বল্প সুদে ১.২৭ বিলিয়ন ডলার ঋণ দিচ্ছে জাইকা
- দেশে বা প্রবাসে থাকেন, আপনার সম্পত্তি সুরক্ষার ব্যবস্থা নিচ্ছি
- জাহাঙ্গীর মেয়র পদে ফিরছেন কি না, হাইকোর্টের সিদ্ধান্ত আজ
- কোনো দল নির্বাচনে না আসলে কমিশনের কিছু করার নেই
- দেশে শ্রমশক্তি ৭ কোটি ৩৪ লাখ
- চট্টগ্রাম-এন্টওয়ার্প বন্দরে সরাসরি জাহাজ চলাচলে আগ্রহ বাংলাদেশের
- বঙ্গবন্ধুর বাবা শেখ লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- টিসিবির পণ্য পাচার রুখে দিলো জনতা
- জেসমিনের মৃত্যু: প্রতারক চক্রের প্রধান আল-আমিন ঢাকায় গ্রেফতার
- সৌদি আরবে বাস দুর্ঘটনায় বাংলাদেশি মৃতের সংখ্যা বেড়ে ১৮
- অর্ধ কোটি ভোটারের আঙুলের ছাপ ও চোখের প্রতিচ্ছবি সংগ্রহ করবে ইসি
- আজ ৫০টি সরকারি হাসপাতালে ভিজিট নিয়ে রোগী দেখা শুরু
- পাঁচ ভুলে বেড়ে যায় ত্বকের বয়স
- অন্যের স্ত্রীকে কুপ্রস্তাব-শ্লীলতাহানি, যুবদল নেতা কারাগারে
- র্যাবের গাড়িতে ডাকাতি করতে গিয়ে আটক ৮ তরুণ
- হোয়াটস অ্যাপ ব্যবহারকারীদের জন্য বিপদ সংকেত!
- পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা দিতে গিয়ে কারাগারে যুবক
- রমজানে সর্বত্র নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে : আমু
- নুরকে ‘পলাতক’ দেখিয়ে প্রথম চার্জশিট দাখিল
- রাজাপুরের এমপি বজলুল হক হারুনের মতবিনিময় সভা
- ২ টাকার মুজিব কয়েন দিলেই মিলছে সুপেয় পানি
- উপহারের ঘর পাইয়ে দেয়ার কথা বলে প্রতারণা, গ্রেফতার ১
- ঝালকাঠি ভূমি ও গৃহহীন মুক্ত জেলা হতে যাচ্ছে
- তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির সভা
- বরিশালে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
- রাজাপুরে ১২৫ কোটি টাকা ব্যায়ে নির্মিত সড়কের উদ্বোধন
- সুপ্রিম কোর্ট বার নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা
- ঝালকাঠিতে প্রধানমন্ত্রীর উপহার ঘর পেয়ে হাসি ফুটেছে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে
- ৯০ হাজার কোটি রুপি বিনিয়োগ প্রস্তাব ভারতীয় কোম্পানির
- ঝালকাঠিতে বঙ্গবন্ধু`র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
- রোজা রেখে ইনসুলিন নেয়ার নিয়ম
- ঝালকাঠি শহরের খাল পরিস্কার শুরু