• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

অভিনব কায়দায় মাদক সরবরাহ করতে গিয়ে আটক ২

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩  

দিনাজপুরের নবাবগঞ্জে পিকআপে করে মাদকদ্রব্য সরবরাহের সময় বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ২ জনকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব-১৩)। শনিবার (২৮ জানুয়ারি) ভোর ৬টার দিকে নবাবগঞ্জ থানাধীন দলার দর্গা বাজার এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুইজন হলেন- মাদক ব্যবসায়ী মো. আবুল কাশেম ও মো. আজিজুল হক। কাসেমের বাড়ী টাংগাইল জেলার ভুয়াপুর থানার নলিনি বাজারে আর আজিজুলের বাড়ী দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার শেরনগর গ্রামে।

বশির আহমেদ জানান, নবাবগঞ্জ থানার দলার দর্গা বাজার এলাকায় র‌্যাব একটি চেকপোস্ট স্থাপন করে সন্দেহজনক একটি পিকআপ তল্লাশি করে। এসময় পিকআপের বডির নিচে অভিনব কায়দায় তৈরি বক্সের ভিতর রক্ষিত ২২৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

তিনি আরও জানান, আসামিরা দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ করে একই কায়দায় অবৈধ মাদক দ্রব্যের ব্যবসা করে আসছিল। কাশেমের বিরুদ্ধে ২টি মাদক মামলা ও আজিজুলের বিরুদ্ধে ৬টি মাদক মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন আছে।

আসামিদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে আসামিদেরকে থানায় হস্তান্তর করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।

ঝালকাঠি আজকাল