• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

অনলাইনে জুয়ার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ, গ্রেফতার ২

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৩  

অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ওয়ানএক্সবেট পরিচালনার মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। ওয়ানএক্সবেট মূলত একটি জুয়া খেলার ওয়েবসাইট।

গ্রেফতাররা হলেন- রানা মিয়া (২৩) ও রেজা আহমেদ (২২)। শনিবার (২৮ জানুয়ারি) এটিইউর সহকারী পুলিশ সুপার (এএসপি-মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) ওয়াহিদা পারভীন এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতার রানা মিয়া ও রেজা আহমেদ ফেসবুক গ্রুপের মাধ্যমে অনলাইনে জুয়ার ওয়েবসাইটে জুয়া পরিচালনা, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জুয়ার টাকা লেনদেন করতেন। পাশাপাশি বিভিন্ন মানুষকে অনলাইনে জুয়া খেলার জন্য উৎসাহিত করে আসছিলেন। এসব মাধ্যমে জুয়ায় অংশ নিয়ে অনেকেই সর্বস্বান্ত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) রাতে বগুড়ার সদর থানার কলোনিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, তারা অনলাইন বেটিং প্ল্যাটফর্ম ওয়ানএক্সবেটের মাধ্যমে দীর্ঘদিন ধরে জুয়া পরিচালনা করে আসছিলেন। এ চক্রের আরও সদস্য দেশের বিভিন্ন এলাকায় রয়েছে। যারা মানুষের কাছ থেকে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন।

চক্রটির মূল সদস্য দেশের বাইরে থেকে জুয়া খেলা নিয়ন্ত্রণ করেন। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানার ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা (নম্বর-১০৩) দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ঝালকাঠি আজকাল