• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ৬ রোহিঙ্গাসহ আটক ১৫ জেলে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২২  

বঙ্গোপসাগরে অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ৬ রোহিঙ্গাসহ ১৫ জেলেকে আটক করেছে নৌবাহিনী। রোববার (২৫ সেপ্টেম্বর) সকালে বঙ্গোপসাগরের বাংলাদেশ সীমানা থেকে তাদের আটক করা হয়। পরে সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তাদের মোংলা থানায় হস্তান্তর করা হয়।

এদের মধ্যে নয়জন বাংলাদেশি জেলে এবং ছয়জন রোহিঙ্গা ক্যাম্পের লোক। মোংলা নৌঘাঁটির গোয়েন্দা বিভাগের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্রটি জানায়, বঙ্গোপসাগরে অবস্থান করা তাদের জাহাজ 'বিএনএস গোমতী'র নৌ সেনারা একটি ফিশিং বোটসহ তাদের আটক করে।

আটক বাংলাদেশি জেলেরা হলেন: নোয়াখালী জেলার শাহ আলম মিস্ত্রি (৫০), একই এলাকার মো. নুরুল আলম (৪৫), মো. হারুন (৩৫), মো. আলাউদ্দিন (৪৫), ভোলা জেলার মো. নুর হোসেন (৩৭), একই এলাকার মো. জাকের হোসেন (৩২), মো. হালিম (৪৮), জাকির হোসেন (৩২) ও লক্ষ্মীপুরের মনির হোসেন (৪৭)।

এ ছাড়া রোহিঙ্গা ক্যাম্পের ৬ জন হলেন: নুর আলম (৪০) উখিয়া, আলী জোহার (২৮) উখিয়া, জাহিদ আলম (৩৫) টেকনাফ, মো. জুবায়ের (৩০) টেকনাফ, মো. কামরুল হোসেন (২৩) টেকনাফ ও মো. ইয়াছির (২৫) টেকনাফ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ৯ বাংলাদেশি জেলে এবং ছয় রোহিঙ্গা আটকের পর মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। বঙ্গোপসাগরের জলসীমা লঙ্ঘন করে এরা মাছ শিকার করছিল। পরে সাগরে টহলরত নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করে। আটক এসব জেলেদের বিরুদ্ধে সমুদ্রসীমা লঙ্ঘনের দায়ে মামলাসহ আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানায় থানার এ ওসি।

ঝালকাঠি আজকাল