• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বেনাপোলে ১০টি স্বর্ণের বারসহ আটক ১

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৯ জুন ২০২২  

ভারতে পাচারের চেষ্টাকালে ১০টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। রোববার (১৯ জুন) সকালে বেনাপোল নাভারন মোড় থেকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে আটক করে।
আটক মনিরুজ্জামানের বাড়ি বেনাপোলের নামাজগ্রাম গ্রামে। তার বাবা মৃত শের আলী মোড়ল। আটক স্বর্ণের ওজন ১ কেজি ২ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ১ লাখ টাকা।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল সৈয়দ শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে বিজিবির একটি টহল দল নাভারন মোড় এলাকায় সাতক্ষীরাগামী একটি পরিবহনে তল্লাশি চালিয়ে মনিরুজ্জামানকে ১০টি স্বর্ণের বারসহ আটক করে।  

আটক মনিরুজ্জামান ভারতে সোনা পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

ঝালকাঠি আজকাল