• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

এসএসসি পাসেই ১৬ বছর ধরে চক্ষু বিশেষজ্ঞ, র‌্যাবের হাতে আটক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৯ জুন ২০২২  

নেই এমবিবিএস ডিগ্রি নেই। মাত্র এসএসসি পাসেই ১৬ বছর ধরে দিয়েছেন চোখের চিকিৎসা। ব্যবহার করেছেন ডাক্তার ও সার্জন পদবি। চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও এলাকা থেকে সঞ্জয় কুমার নাথ নামে এমনই এক ভুয়া চক্ষু বিশেষজ্ঞকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৮ জুন) সকালে চান্দগাঁও এলাকার মডার্ন ডায়াগনস্টিক সেন্টার নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মূলত মডার্ন ডায়াগনস্টিক সেন্টারটি সঞ্জয় কুমারে নিজের প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানটিতে বসেই তিনি চিকিৎসার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছিল।

র‍্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, আটকের পর সঞ্জয় কুমার নাথ নিজে ভুয়া ডাক্তার বলে স্বীকার করেছেন। তার চেম্বার তল্লাশি করে বিভিন্ন ধরনের ভুয়া সরঞ্জাম জব্দ করা হয়েছে। সঞ্জয় কুমার নাথ এসএসসি পাস হলেও নিজেকে চক্ষু বিশেষজ্ঞ সার্জন হিসেবে পরিচয় দিতেন। তিনি নিজের নামের পাশে এমবিবিএস, এমডি (অফ), এমইপিএফ (আমেরিকা) লিখতেন। প্রায় ১৬ বছর ধরে এ কাজ করে আসছে বলেও স্বীকার করেছেন।

ঝালকাঠি আজকাল