• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

আইপিএল জুয়া নিয়ে বাগবিতণ্ডায় যুবক খুন, দুই আসামি গ্রেফতার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ মে ২০২২  

চট্টগ্রামের হাটহাজারীতে আইপিএল জুয়া নিয়ে বাগবিতণ্ডায় মো. ফারুক নামের এক যুবক খুনের ঘটনায় মূল আসামি মো. ফয়সাল (২২) ও মো. ফরহাদকে (২১) গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (২৩ মে) ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের অনন্তপুর গ্রামে খালাতো ভাইয়ের বাসা থেকে ফয়সালকে এবং কক্সবাজারের চকরিয়া থানার পূর্ব বেতুয়া সিকদারপাড়া এলাকা থেকে ফরহাদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফয়সাল হাটহাজারীর দক্ষিণ পাহাড়তলী গ্রামের মৃত সেকান্দার আলীর ছেলে ও ফরহাদ একই গ্রামের সৈয়দ হোসেনের ছেলে। সোমবার বিকেলে তাদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গ্রেফতার ফয়সাল ও ফরহাদ হাটহাজারীর মো. ফারুক হত্যা মামলার এজাহারনামীয় ১ ও ৩ নম্বর আসামি। তারা ঘটনার পর থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে।

জানা যায়, গত ৫ এপ্রিল বিকেলে আইপিএল জুয়া খেলার বিরোধিতা ও কথা কাটাকাটির জেরে হাটহাজারীর আমানবাজার এলাকার জয়নাব ক্লাবের পশ্চিম পাশের নাজিম কলোনিতে মো. ফারুককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার দিন পুলিশ মাঈনুদ্দিন চিশতী (২২) নামের একজনকে গ্রেফতার করেছিল।

এ ঘটনায় নিহত ফারুকের মা সুরমা বেগম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ ও বেশ কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন।

ঝালকাঠি আজকাল