• বৃহস্পতিবার ০১ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৮ ১৪৩০

  • || ১১ জ্বিলকদ ১৪৪৪

ঝালকাঠি আজকাল

মৌলভীবাজারে নারী-শিশুসহ ১৮ রোহিঙ্গা আটক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ মে ২০২২  

মৌলভীবাজারে নারী-শিশুসহ ১৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিনুল হক জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঘোরাফেরা করছিলেন রোহিঙ্গারা। কথাবার্তায় সন্দেহ হলে তাদের আটক করা হয়। এর মধ্যে চারজন নারী, তিনজন পুরুষ ও ১১ জন শিশু। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম ও পরিচয় জানা যায়নি।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার জন্য ভারত থেকে কুলাউড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকেছেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান আটককৃতরা।

ঝালকাঠি আজকাল