• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ভোটকেন্দ্রে জোর করে প্রবেশ, যুবদল নেতা আটক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২২  

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে ভোটকেন্দ্রে জোর করে প্রবেশের অভিযোগে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার বেলা ১১টার দিকে ২০ নম্বর ওয়ার্ডের পানির ট্যাংক কেন্দ্রের সামনে থেকে ওই যুবদল নেতাকে আটক করা হয়। আটক নেতার নাম মনোয়ার হোসেন সুখন। তিনি নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা পানির ট্যাংক কেন্দ্রের সামনে থেকে মনোয়ার হোসেনকে আটক করে পুলিশ। তিনি ভোট দিতে এসেছিলেন।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র দাস বলেন, ভোটকেন্দ্রে জোর করে প্রবেশ ও প্রভাব বিস্তারের চেষ্টা করায় মনোয়ারকে আটক করা হয়েছে।

এদিন সকাল ৮টা থেকে শুরু হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের  ভোটগ্রহণ। টানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রে প্রয়োজনের তুলনায় দেড় গুণ ইভিএম রাখা হয়েছে।

নির্বাচনে মেয়রসহ ৩৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৮৯ প্রার্থী। এর মধ্যে মেয়র পদে সাতজন, ২৭টি ওয়ার্ডে ১৪৮ জন সাধারণ কাউন্সিলর ও ৯টি সংরক্ষিত নারী আসনে ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর এটি তৃতীয় নির্বাচন। মোট ভোটার রয়েছেন পাঁচ লাখ ১৭ হাজার ৩৫৭ জন। দুই লাখ ৫৯ হাজার ৮৪৬ জন পুরুষ ও দুই লাখ ৫৭ হাজার ৫১১ জন নারী।

ঝালকাঠি আজকাল