• মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৩ ১৪৩১

  • || ০৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
নতুন বছর মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে প্রেরণা জোগাবে : প্রধানমন্ত্রী আ.লীগ ক্ষমতায় আসে জনগণকে দিতে, আর বিএনপি আসে নিতে: প্রধানমন্ত্রী দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির দেশবাসী ও মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী কিশোর অপরাধীদের মোকাবেলায় বিশেষ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী ব্রাজিলকে সরাসরি তৈরি পোশাক নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাইয়ে ব্রাজিল সফর করতে পারেন প্রধানমন্ত্রী আদর্শ নাগরিক গড়তে প্রশংসনীয় কাজ করেছে স্কাউটস: প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠায় স্কাউট আন্দোলনকে বেগবান করার আহ্বান

হাতিয়ায় অস্ত্র-গুলিসহ ডাকাত সর্দার গ্রেপ্তার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২১  

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নে কোস্টগার্ডের সাথে ডাকাত দলের গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ডাকাত সর্দার হাসানকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, দুই রাউন্ড কার্তুজ ও তিনটি পাইরোটেকনিক উদ্ধার করা হয়।

শুক্রবার সকালে তার বিরুদ্ধে মামলা দায়ের করে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার সিডিএসপি বাজারে এ গোলাগুলির ঘটনা ঘটে। আটককৃত ডাকাত সর্দার হাসান উপজেলার মদিনা গ্রামের সফিউল্যার ছেলে।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশান কমান্ডার লে. এএসএম লুৎফর রহমান জানান, রাতে সিডিএসপি বাজার এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাত ১০টার দিকে ওই বাজারে সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড পরিচালনা করার জন্য একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড বাজারের দিকে গেলে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে ডাকাত দল।

তিনি আরও জানান, ডাকাত দলের গুলি থেকে নিজেদের আত্মরক্ষার্থে কোস্টগার্ড ৫ রাউন্ড ফাঁকাগুলি ছুঁড়লে তারা পিছু হটতে থাকে।এসময় ধাওয়া করে কুখ্যাত ডাকাত হাসানকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতি, মানুষকে জখম ও অস্ত্র নিয়ে ভয়ভীতি প্রদর্শনের একাধিক অভিযোগ রয়েছে। উপকূলীয় এলাকার আইন-শৃংখলা রক্ষায় আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। 

ঝালকাঠি আজকাল