• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

পুলিশের মামলায় সেই কথিত চিকিৎসক গ্রেফতার

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ জুলাই ২০২১  

সিলেটের ওসমানীনগরে কথিত চিকিৎসক নিরঞ্জন ধরকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশের করা মামলায় উপজেলার লামা গাভুরটিকি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, শনিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্যাট তাহমিনা আক্তারের নেতৃত্বে সাদিপুর ইউনিয়নের চাতলপাড় বাজারে ডা. নিরঞ্জন কুমার ধরের মালিকানাধীন নবীন ক্লিনিকে অভিযান চালানো হয়। এ সময় তার প্রতিষ্ঠানে বেশ কয়েক হাজার টাকার সরকারি ওষুধ, একাধিক ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ এবং ওসমানীনগর থানাসহ একাধিক প্রতিষ্ঠানের নকল সিল পাওয়া যায়।

আদালতের সামনে নিরঞ্জন ধর নিজের ডাক্তারি পরীক্ষার সনদ ও ক্লিনিকের লাইসেন্স দেখাতেও ব্যর্থ হন। ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিক তাকে পাঁচ হাজার টাকা জরিমানা ও ওসমানীনগর থানাসহ একাধিক প্রতিষ্ঠানের সিলের ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে ওসমানীনগর থানার ওসিকে নির্দেশ দেন।

পরে পুলিশ বাদী হয়ে শনিবার রাতে ওসমানীনগর থানায় (মামলা নং-০৪) দায়েরের পর নিরঞ্জন ধরকে পুলিশ গ্রেফতার করে।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক নিরঞ্জন ধরকে গ্রেফতারের  সত্যতা নিশ্চিত করে বলেন, ওসমানীনগর থানাসহ একাধিক প্রতিষ্ঠানের নকল সিল তৈরি ও বিভিন্ন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

ঝালকাঠি আজকাল