• বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৩ ১৪৩০

  • || ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

নাশকতা মামলায় যুবদল নেতাসহ ৭ জনের কারাদণ্ড

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৩  

২০১৩ সালে রাজধানীর তেজগাঁও থানায় করা একটি নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম নীরবসহ ৭ জনকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এ রায় দেন।

দণ্ডিত অপর আসামিরা হলেন- সাজেদুল ইসলাম সুমন ওরফে বাহা সুমন, গান্ডু শাহিন, বেল্লাল হোসেন, জাকির হোসেন, আনোয়ারুজ্জামান আনোয়ার ওরফে আনোয়ার কমিশনার, আবু বক্কর সিদ্দিক।

আদালত সূত্র জানায়, দণ্ডিতদের মধ্যে সাইফুল ইসলাম নীরব কারাগারে আছেন। রায় ঘোষণার আগে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হয়। অপর আসামিরা পলাতক। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

ঝালকাঠি আজকাল