• বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৩ ১৪৩০

  • || ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

প্রকৃত চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার সুপারিশ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৩  

দেশের বিভিন্ন এলাকায় প্রকৃত চাহিদা নির্ণয় করে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রাকৃতিক দুর্যোগে তাৎক্ষণিকভাবে বিচ্ছিন্ন বিদ্যুৎ লাইন শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি। পল্লী বিদ্যুৎ সমিতির সদস্যদের নিয়মিত প্রশিক্ষণ প্রদান এবং অবৈধ বিদ্যুৎ লাইন জরুরি ভিত্তিতে বিছিন্ন করার কথাও বলা হয়েছে।

বৈঠক সূত্র জানায়, বৈঠকে জানানো হয় দেশে এখন ১৩টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন। এর মধ্যে ৬টি কয়লাভিত্তিক, ২টি তরল জ্বালানিভিত্তিক এবং ৫টি প্রাকৃতিক গ্যাসভিত্তিক। এরমধ্যে রামপালের মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের প্রথম ইউনিটে গত বছরের ডিসেম্বর থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে। আর আগামী অক্টোবরের শেষ সপ্তাহে এর দ্বিতীয় ইউনিট থেকে বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।

বাঁশখালির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনও শুরু হবে আগামী মাসের শেষ সপ্তাহ থেকে। আগামী ডিসেম্বরে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট বাণিজ্যিক উৎপাদনে যাবে।

কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খানের সভাপতিত্বে কমিটির সদস্য নূরুল ইসলাম তালুকদার, আছলাম হোসেন, খালেদা খানম এবং নার্গিস রহমান বৈঠকে অংশ নেন।

ঝালকাঠি আজকাল