• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ডেঙ্গুতে একদিনে আরও ১৭ জনের মৃত্যু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩  

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৮৩৯ জন মারা গেলেন। মৃতদের মধ্যে ১০ জন ঢাকার। সাত জন অন্যান্য বিভাগে অবস্থান করছিলেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা তিন হাজার ৮৪ জন। আক্রান্তদের মধ্যে ৮৯৪ জন ঢাকার। দুই হাজার ১৯০ জন অন্যান্য বিভাগের।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ১০ হাজার ৩২ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকাতেই তিন হাজার ৮৬১ জন। বাকি ছয় হাজার ১৭১ জন ঢাকার বাইরে অন্যান্য বিভাগে।

এ বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এক লাখ ৭০ হাজার ৭৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ছাড়া পেয়েছেন এক লাখ ৫৯ হাজার ৮৯৭ জন।

ঝালকাঠি আজকাল