• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বঙ্গবন্ধু বিশ্বে শান্তি প্রতিষ্ঠার সংগ্রামের অনুপ্রেরণা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৪ জুন ২০২৩  

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বঙ্গবন্ধু সারাজীবন নির্যাতিত মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। তিনি সারাবিশ্বে শান্তি প্রতিষ্ঠার সংগ্রামের অনুপ্রেরণা। বঙ্গবন্ধু সবসময় গরিব-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে চেয়েছেন।
শনিবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

প্রবাসী কল্যাণমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব প্রতিষ্ঠায় ভূমিকা রাখছেন। উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাতদিন নিরলস কাজ করে যাচ্ছেন। তিনিই দেশের সব অর্জন ও উন্নয়নের শেষ ঠিকানা।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দেশের লাখ লাখ গৃহহীন মানুষকে জমিসহ ঘর দিয়ে তাদের মুখে হাসি ফুটিয়েছেন। আসুন আমরা ভিশন ২০৪১ বাস্তবায়নে একত্রিত হয়ে কাজ করে যাই।

এ সময় উপস্থিত ছিলেন- মালয়েশিয়ায় নিযুক্ত ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মদ খোরশেদ আলম খাস্তগীর, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি ড. মশিউর মালেক, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ঠান্ডু, ফাউন্ডেশনের মালয়েশিয়া শাখার সভাপতি দাতো আব্দুর রউফ লিটন, সাধারণ সম্পাদক বশির আহমদ ফারুক, মালয়েশিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি দাতোশ্রী কামরুজ্জামান কামাল, সাধারণ সম্পাদক অহিদুর রহমান অহিদ, সহ-সভাপতি দাতোশ্রী জালাল উদ্দিন সেলিম, মালয়েশিয়া শ্রমিক লীগের সভাপতি নাজমুল হোসেন বাবুল, মালয়েশিয়া যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনসুর আল-বাসার সোহেল প্রমুখ।

ঝালকাঠি আজকাল