• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ছাত্রলীগ নেতা টগর ও সাইফুরকে চাকরি দিলেন পলক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১ জুন ২০২৩  

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের হামলায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ছাত্রলীগ নেতা টগর মো. সালেহ ও সাবেক ছাত্রলীগ নেতা সাইফুর রহমান বাদশাকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ে চাকরি দিয়েছেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

বুধবার (৩১ মে) প্রতিমন্ত্রী তাদের হাতে নিয়োগপত্র তুলে দেন। শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্পের ট্রেনিং কো-অর্ডিনেটর পদে তাদের নিয়োগ দেওয়া হয়েছে।

রাবি ক্যাম্পাসে ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় থাকায় ২০১৪ সালে টগরের হাত ও পায়ের রগ কেটে দেয় শিবির কর্মীরা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উন্নত চিকিৎসা হওয়ায় সেই যাত্রায় বেঁচে ফেরেন তিনি। এরপর থেকে বিভিন্নজনের কাছে ঘুরেও চাকরি পাচ্ছিলেন না। ২০২১ সালে রাবিতে উচ্চমান সহকারী পদে নিয়োগ হওয়ার কথা ছিল টগরের। তবে অদৃশ্য কারণে সেই নিয়োগ এখনো আটকে আছে।

এ খবর জানার পর প্রধানমন্ত্রীর পক্ষে টগরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন প্রকল্প-২ এর চাঁপাইনবাবগঞ্জ জেলার ট্রেনিং কো-অর্ডিনেটর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা সাইফুর রহমান বাদশাকে একই প্রকল্পের ঠাকুরগাঁও জেলার ট্রেনিং কো-অর্ডিনেটর পদে চাকরির নিয়োগপত্র তুলে দেন আইসিটি প্রতিমন্ত্রী।

ঝালকাঠি আজকাল