• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

পাঁচ শতাধিক দুস্থকে ইফতারসামগ্রী দিলো বিজিবি

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৩  

রাজধানীর ধানমন্ডিতে আবাহনী মাঠে পাঁচ শতাধিক গরিব ও দুস্থ মানুষের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ঢাকা ব্যাটালিয়নের (৫ বিজিবি) উদ্যোগে এসব ইফতারসামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে এ তথ্য জানান বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম। ইফতারি বিতরণ অনুষ্ঠানে ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান, উপ-অধিনায়ক মেজর মাহবুবুর রহমান এবং ঢাকা সেক্টরের অতিরিক্ত পরিচালক মেজর সামিন মনোয়ার উপস্থিত ছিলেন।

ইফতার বিতরণকালে লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় পবিত্র রমজান মাসে সংযম পালন, ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার গণভবনে ইফতার পার্টি আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সবাইকে গরিব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর এই ব্যয় সংকোচন ও কৃচ্ছ্রসাধন নীতির সঙ্গে একাত্মতা পোষণ করে বিজিবি পিলখানায় ইফতার অনুষ্ঠান স্থগিত করে সারাদেশে মাসব্যাপী ইফতারি বিতরণ কার্যক্রম গ্রহণ করেছে।

তিনি বলেন, বিজিবি আজ ধানমন্ডির আবাহনী মাঠে পাঁচ শতাধিক গরিব ও দুস্থ মানুষের মাঝে ইফতারি বিতরণ করেছে। বিজিবির এই মহতী উদ্যোগ শুধু আজই নয়, সারা রমজানব্যাপী চলমান থাকবে।

ঝালকাঠি আজকাল