• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে বঙ্গভবনে মিলাদ মাহফিল

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩  

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২৩ উপলক্ষে বঙ্গভবনে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (১৭ মার্চ) মাগরিবের নামাজের পর বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন।

১৯৭৫ সালের ১৫ আগস্ট রাতে নির্মমভাবে নিহত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের চিরশান্তি কামনা করে মোনাজাত করা হয়।

মিলাদ মাহফিল শেষে মোনাজাত পরিচালনা করেন বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা সাইফুল কবির। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণ এবং বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রপতির পরিবারের সদস্য, তার ছেলে সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, সংশ্লিষ্ট সচিব, বেসামরিক ও সামরিক কর্মকর্তা ও বঙ্গভবনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠি আজকাল