• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল
ব্রেকিং:
বঙ্গবন্ধুর আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে: রাষ্ট্রপতি শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী বিএনপির বিরুদ্ধে কোনো রাজনৈতিক মামলা নেই: প্রধানমন্ত্রী স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো মধ্যপ্রাচ্যের অস্থিরতার প্রতি নজর রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আজ প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উদ্বোধন করবেন মন্ত্রী-এমপিদের প্রভাব না খাটানোর নির্দেশ প্রধানমন্ত্রীর দলের নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় শেখ হাসিনা মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সরকারি চাকরিতে সাড়ে ১৩ বছরে ৭৪৭৩৩৬ পদ সৃষ্টি

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২  

প্রশাসনকে গতিশীল ও যুগোপযোগী করার লক্ষ্যে বর্তমান সরকারের মেয়াদকালে (২০০৯ সাল থেকে এ পর্যন্ত) মোট ৭ লাখ ৪৭ হাজার ৩৩৬টি পদ সৃষ্টির সম্মতি দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বুধবার (২১ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত কমিটির ২৮তম বৈঠকে এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মো. মোসলেম উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ফখরুল ইমাম এবং আরমা দত্ত অংশগ্রহণ করেন।

বৈঠকে দশম জাতীয় সংসদের ১৪তম অধিবেশন হতে ২৩তম অধিবেশন ও একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন হতে সম্প্রতি সমাপ্ত অধিবেশন পর্যন্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচ্য সময়ে সংসদের ফ্লোরে প্রধানমন্ত্রী এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী প্রদত্ত প্রতিশ্রুতির বিবরণ, বাস্তবায়নের সর্বশেষ অবস্থা এবং জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নেওয়া কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চলমান প্রকল্পে ব্যবহৃত মালামালের গুণগতমান বজায় রাখার বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে এসব প্রকল্পে মনিটরিং কার্যক্রম জোরদার করাসহ নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করতে সুপারিশ করে কমিটি।

বৈঠকের শুরুতে প্রয়াত সংসদ উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। একই সঙ্গে তার রুহের মাগফিরাত কামনা করে কোরআন তেলাওয়াত ও মোনাজাত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়ার সচিব, বিসিএস প্রশাসন একাডেমির রেক্টর (সচিব), বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) অতিরিক্ত সচিব, মন্ত্রণালয়ের ঊধ্র্বতন কর্মকর্তাসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঝালকাঠি আজকাল