• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

অনলাইনে কোরবানির পশু কিনে পছন্দ না হলে টাকা ফেরত পাবেন ক্রেতা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৩ জুন ২০২২  

আগামী ১ জুলাই থেকে অনলাইনে ডিজিটাল পশুর হাট চালু হচ্ছে। এবার অনলাইনে পশু কেনার পর ক্রেতার পছন্দ না হলে টাকা ফেরত নেয়ার সুযোগ পাবেন। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে রাজধানীর খামারবাড়িতে প্রাণিসম্পদ অধিদফতরের এক সভায় এ তথ্য জানানো হয়। ঈদুল আজহা কেন্দ্র করে এরই মধ্যে দেশের হাটবাজারে কোরবানির পশু উঠতে শুরু করেছে। এ অবস্থায় পশুর হাট ব্যবস্থাপনা, পর্যাপ্ত সরবরাহ নিশ্চিতসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে বসেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

এ সময় মহাসড়কে পশুর ট্রাকে চাঁদা আদায়কারীদের কঠোরভাবে দমনের হুঁশিয়ারি দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বৈঠকে জানানো হয়, এ বছর কোরবানির জন্য প্রায় ৭ লাখ খামারি ১ কোটি ২১ লাখ ২৪ হাজার ৩৮৯টি পশু প্রস্তুত করেছেন। যার মধ্যে ৪৬ লাখ ১১ হাজার গরু-মহিষ ও ৭৫ লাখের বেশি ছাগল-ভেড়া।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু হাটে আনতে মহাসড়কে চাঁদাবাজদের দৌরাত্ম্যের বিষয়টি তুলে ধরেন খামারি ও সচিব।

ঝালকাঠি আজকাল