• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঢাকা-দিল্লি জেসিসি বৈঠক ১৮-১৯ জুন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৯ মে ২০২২  

বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক আগামী ১৮-১৯ জুন দিল্লিতে অনুষ্ঠিত হবে। সোমবার (৩০ মে) এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পরে সেটি স্থগিত হয়।

শনিবার (২৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার আসামের গৌহাটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমি এখানে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনেক বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করেছি। আমাদের মনে হয়, আমরা আগামী ৩০ মের বৈঠক পিছিয়ে দিতে পারি।

এর আগে, গতকাল শুক্রবার (২৭ মে) আব্দুল মোমেন ভারত সফরে যান। পরে ভারতের আসাম রাজ্যে নদী বিষয়ক একটি আন্তর্জাতিক গোপন আলোচনায় যোগ দেন তিনি। সেখান থেকে দিল্লিতে গিয়ে ৩০ মে দুই দেশের যৌথ পরামর্শক কমিটির (জেসিসি) বৈঠকে অংশ নেওয়ার কথা ছিল তার।

গত ২৮ এপ্রিল ঢাকা সফরকালে ড. মোমেনকে ভারত সফরের আমন্ত্রণ জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর।

ঝালকাঠি আজকাল