• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

এক বছরে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র-মাদকসহ গ্রেফতার ৪৭৮ জন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২২  

কক্সবাজারের উখিয়ার ১১টি রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে ৪৭৮ জনকে গ্রেফতার করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। গ্রেফতারদের ‘তালিকাভুক্ত সন্ত্রাসী’ উল্লেখ করে সংস্থাটি বলছে, তাদের কাছ থেকে দেশি-বিদেশি ১৪০টি অস্ত্রসহ সাড়ে ৮ লাখ ইয়াবা উদ্ধার উদ্ধার করা হয়েছে।  

বুধবার (১৯ জানুয়ারি) দুপুরে উখিয়ায় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন ৮ এপিবিএন-এর অধিনায়ক (পুলিশ সুপার) মোহাম্মদ সিহাব কায়সার খান।

এদিকে, একের পর এক হত্যাকাণ্ডসহ রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন অপরাধের জন্য দীর্ঘদিন ধরেই আরসাকে দায়ী করে আসছেন রোহিঙ্গারা। এ বিষয়ে জানতে চাইলে সিহাব কায়সার খান বলেন, ‘বাংলাদেশে আরসার অস্থিত্ব নেই। ক্যাম্পে আরসার কার্যক্রম চালানোর প্রশ্নই আসে না। কিছু অপরাধী ক্যাম্পে ত্রাস সৃষ্টি অথবা ভয়ভীতির দেখনোর জন্য আরসার নাম ব্যবহার করছে। এর বাইরে কিছুই না। ক্যাম্প পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে। কোনও অপরাধী ছাড় পাবে না।’

তিনি বলেন, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ক্যাম্পে যেকোনও দুর্যোগময় মুহূর্তে সবার আগে দায়িত্বরত এলাকায় কিছু হলে তাৎক্ষণিক এপিবিএন সাড়া দেয়। অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বোচ্চ চেষ্টার কারণে প্রাণহানির ঘটনা কমেছে।

সিহাব কায়সার খান আরও বলেন, গত বছর উখিয়ার ১০টি ক্যাম্পে প্রায় ২০০টি অভিযানে ১৪০টি অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া অবৈধভাবে পাচারকালে ৯০৮ কেজির বেশি স্বর্ণালঙ্কার, মাদকের লেনদেনের ৫৮ লাখ টাকা, ৩ লাখ ৩৫ হাজার মিয়ানমার মুদ্রাসহ ৫০ হাজার জাল নোট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় ৪৭৮ জন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। ক্যাম্পকে অপরাধমুক্ত রাখতে অভিযান চলমান থাকবে।

এপিবিএনের মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন বলেন, আমরা ১১টি রোহিঙ্গা ক্যাম্পে রাতদিন কাজ করে যাচ্ছি। এসব ক্যাম্পে ৬৪টি ব্লক এবং ৭৭৩টি সাব-ব্লক রয়েছে। সেখানে ৭৫ হাজার ৯৩০টি বাড়ির মধ্যে ৩ লাখ ৬২ হাজার ২১৮ মানুষের বসতি। তাদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পে প্রতিরাতে সাড়ে ৩ হাজার রোহিঙ্গা স্বেচ্ছাসেবক পাহারার পাশাপাশি ৫টি পুলিশ ক্যাম্পের সদস্যরা কাজ করে যাচ্ছেন। গত এক বছরে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্রসহ তালিকাভুক্ত ৪৭৮ জন সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি আমরা। ক্যাম্পের পরিস্থিতি শান্ত রাখতে জীবন-বাজি রেখে দায়িত্ব পালন করে যাচ্ছেন এপিবিএন সদস্যরা।

ঝালকাঠি আজকাল