• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ইলিশ ধরায় ৫৬ জনের জেল-জরিমানা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৩ অক্টোবর ২০২১  

মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীতে অভিযান চলিয়ে ৫৬ জনকে আটক করা হয়েছে। মা ইলিশ ধরার অপরাধে বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। এমনকি জরিমানাও করেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেল ৫টা থেকে রাত ১২টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্র্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন সুলতানা।

এ সময় নদীতে মা ইলিশ শিকার, ক্রয় ও পরিবহন করার দায়ে  ৫৬ জনকে আটক করা হয়। মা ইলিশ শিকারের সঙ্গে জড়িত ৭ জনের মধ্যে ৬ জনকে ১৫ দিন ও একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাকি ৪৯ জনকে মা ইলিশ ক্রয়, বিক্রয় ও পরিবহনের অভিযোগে ৫৩ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় ৮০ কেজির মতো ইলিশ মাছ জব্দ করা হয়। এ সময় নিষিদ্ধ ঘোষিত কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ ইলিশ স্থানীয় এতিমখানা ও দরিদ্র রিকশা চালকদের মাঝে বিতরণ করা হয়।

অভিযানে অংশ নেন মৎস্য বিভাগ, নৌ পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা জানান, উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদকে রক্ষা করতে উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা পালন করতে পিছপা হবে না।

ঝালকাঠি আজকাল