• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

উত্তাল পদ্মা, ফেরি চলাচল বন্ধ

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১  

বৈরী আবহাওয়া ও পদ্মা নদীতে প্রচণ্ড স্রোত থাকায় বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িক বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিসি। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বাংলাবাজার ঘাটের সহকারী ম্যানেজার জামিল আহমেদ ভূঁইয়া।

তিনি বলেন, সকাল থেকেই ৬-৭টি ফেরি দিয়ে আমরা যানবাহন পারাপার করছিলাম। কিন্তু আবহাওয়া খারাপ হওয়ায় এবং পদ্মা নদীতে ঢেউ ও স্রোত বেশি থাকায় ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার ফেরি চলাচল শুরু হবে।

জামিল আহমেদ ভূঁইয়া বলেন, এ নৌপথে নিয়মিত ১৬-১৮টি ফেরি চলাচল করে। আপাতত ফেরি চলাচল বন্ধ রয়েছে। বাংলাবাজার ঘাটে ঢাকামুখী যাত্রীদের উপস্থিতি অন্যদিনের চেয়ে কম। তবে ঘাটে আটকে আছে কয়েকশ ট্রাক।

শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, প্রবল বৃষ্টি ও বৈরী আবহাওয়ায় পদ্মা নদী উত্তাল হয়ে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। একই সঙ্গে স্রোতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল ব্যাহত হয়। এছাড়া ঢেউয়ের কারণে দুই নম্বর পন্টুন সরে যায়। এ কারণে ফেরি চলাচল সাময়িক বন্ধ ও পন্টুন পুনরায় স্থাপনের কাজ চলছে।

ঝালকাঠি আজকাল