• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ওয়ান ইয়ং ওয়ার্ল্ড সামিটে বাংলাদেশের প্রতিনিধি ইশরাত

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৬ জুলাই ২০২১  

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের মেয়ে ইশরাত ইরিনা বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন ওয়ান ইয়ং ওয়ার্ল্ড সামিটে। ‘বার্ষিক ওয়ান ইয়ং ওয়ার্ল্ড সামিট-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের পতাকা বহনকারী হিসেবে মনোনীত হয়ে দেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।

১৯০টি দেশের ১৮০০ -এর বেশি প্রতিনিধি নিয়ে মিউনিখে গত ২২ জুলাই শুরু হয়েছে এই সামিট। সম্মেলনটি ২৫ জুলাই শেষ হবে।

বার্ষিক ওয়ান ইয়ং ওয়ার্ল্ড সামিট প্রতিটি দেশ ও সেক্টর থেকে উজ্জ্বল তরুণ প্রতিভাদের আহ্বান করে থাকে। ১৯০টির বেশি দেশের প্রতিনিধিদের মধ্যে জাস্টিন ট্রুডো, পল পোলম্যান এবং মেগান মার্কেলের মতো প্রভাবশালী রাজনৈতিক, ব্যবসায়ী এবং মানবিক ক্ষেত্রে বিশ্বব্যাপী নেতৃত্ব দানকারী ব্যক্তিরা বক্তব্য ও পরামর্শ দিয়ে থাকেন।

ইশরাত ইরিনা মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ হোসেন ইকবালের মেয়ে।

এ প্রসঙ্গে ইশরাত ইরিনা বলেন, ‘ওয়ান ইয়ং ওয়ার্ল্ড-এর দশম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের অফিসিয়াল পতাকা বহনকারী হিসেবে মনোনীত হওয়া এবং বাংলাদেশের পতাকা নিয়ে মঞ্চে সবার সামনে দাঁড়ানো আমার জন্য অনেক আনন্দের এবং গর্বের।’

ঝালকাঠি আজকাল