• মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৩ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

আগস্টের প্রথম সপ্তাহে আসছে ফাইজারের ৬০ লাখ টিকা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১০ জুলাই ২০২১  

আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে কোভ্যাক্স সুবিধার আওতায় ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা দেশে আসছে।

শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারে ফিল্ড হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পৌঁছানো চিঠিতে জানানো হয়েছে আগস্ট মাসের শুরুতেই ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা আমাদের দেওয়া হবে। এছাড়াও এ মাসের শেষের দিকে বা আগস্টের প্রথম দিকে চীন থেকে আরো ৫০ লাখ ডোজ টিকা আসছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা আশা করছি আগামী দেড় মাসের মধ্যে আমাদের হাতে এক থেকে দেড় কোটি ডোজ টিকা থাকবে। এছাড়াও আগস্ট মাসে আরো কিছু টিকা আসার কথা রয়েছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ প্রমুখ।

ঝালকাঠি আজকাল