• বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৩ ১৪৩০

  • || ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: বিএনপির ডাকা ৪৮ঘন্টার অবরোধ অনেকটা ঢিলেঢালা ভাবে চলছে ঝালকাঠিতে। এদিকে সারাদেশে বিএনপির সন্ত্রাস,নৈরাজ্যের ও অবরোধের প্রতিবাদে শহরে মোটরসাইকেল মহড়া দিয়েছে আওয়ামী ছাত্রলীগ,যুবলী ও সহযোগীসংগঠন। অবরোধের প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে শান্তি মিছিল ও সভা করেছে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।  সকালে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের ফায়ার সার্ভিস মোড়ে জড়ো হয়। পরে ফায়ার সার্ভিস মোড় অনুষ্ঠিত হয় শান্তি সমাবেশ। এতে বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ সভাপতি ওপৌরমেয়র লিয়াকত আলী তালুকদার,জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমান, যুবলীগ আহবায়ক রেজাউল করিম জাকির প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী সকল ষড়যন্ত্র উপজেলা ও ইউনিয়ন আওয়ামী  লীগ নেতাকর্মীদেন নিয়ে প্রতিহত করা হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালে একটি উন্নতর রাষ্ট্রে পরিনত হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার নৌকা প্রর্তীকে ভোটদিয়ে হবে।
শান্তি  সমাবেশে আওয়ামী লীগ,যুবলীগ,স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শহরের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
জেলার কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

 

ঝালকাঠি আজকাল