• মঙ্গলবার ২৮ নভেম্বর ২০২৩ ||

  • অগ্রহায়ণ ১৩ ১৪৩০

  • || ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকায় ভোট চাইতে হবে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেস্টা পরিষদ সদস্য ১৪ দলের সমন্বয়ক সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান আওয়ামী লীগ সরকার ১৫ বছর ক্ষমতায় থেকে দেশে যে পরিমান উন্নয়ন কর্মকান্ড করেছে তার পরে আর কোন রাজনৈতিক দলের ভোট চাওয়ার মুখ থাকার কথা না। তারে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কেনো ভোট চাইতে হবে।
এই ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে তা জনগণের মাঝে তুলে ধরে প্রচার করতে ব্যর্থ হয়েছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠেনের নেতাকর্মীরা। এছাড়াও গত ১৫ বছরে দলকে সুসংগঠিত করে যে হারে নতুন কর্মী তৈরি করা উচিৎ ছিল তাও করতে পারেনি দলের পুরোনো নেতারা।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠি টাউন হলে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
আমু আরো বলেন,আগামী দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতা কর্মীদের জনগণের দ্বারে দ্বারে ঘুরে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরে নৌকায় ভোট চাইতে হবে। জনগণকে বোঝাতে হবে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে শেখ হাসিন’র  আওয়ামী লীগের কোন বিকল্প নেই।  

জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ-আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট খান সাইফুল্লাহ পনির, সহসভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সিদ্দিকিুর রহমান,  পৌরমেয়র মোঃ লিযাকত আলী তালুকদার ও জেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার প্রমুখ। সভায় জেলা আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

ঝালকাঠি আজকাল