• বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

আওয়ামী লীগ সবার সমর্থন নিয়েই নির্বাচনে যাবে: আমু

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৩  

১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে সব ধর্মের মানুষ সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় উৎসব পালন করে। এ সরকার পরমতসহিষ্ণু বিষয়ে সচেতন। তাই সবার সমর্থন নিয়েই আগামী নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ।
ঝালকাঠির মদন মোহন আখড়াবাড়ি মন্দির চত্বরে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

আমির হোসেন আমু বলেন, ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম নির্যাতনের শিকার হয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধুর নেতৃত্বে অসাম্প্রদায়িক বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। তবে ৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর সব অগ্রযাত্রা থামিয়ে দেওয়া হয়। এরপর যারা ক্ষমতায় এসেছে তারাই সংখ্যালঘুদের ওপর নির্যাতন করেছে।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই দেশের সবার মুখে হাসি ফুটেছে। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বেই দেশ এখন সবদিক থেকেই এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে আগামীতেও আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ হুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের উপদেষ্টা বাবু রঞ্জন কর্মকার, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসীম কুমার সাহা, সাধারণ সম্পাদক তরুণ কর্মকার প্রমুখ।

ঝালকাঠি আজকাল