• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

শেখ হাসিনা সারাদেশে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে জেলা পরিবার পরিকল্পনা অফিসের নতুন ভবনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। মঙ্গলবার বিকালে শহরের কলেজ মোর এলাকায় ফলক উন্মোচন ও দোয়া মোনাজাতের মাধ্যমে এ ভবনের উদ্বোধন করা হয়। ৬ কোটি ৬৯ লক্ষ ৭১ হাজার টাকা ব্যায়ে ৪ তলা এ ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। অফিস ভবনের নির্মাণ কাজ শুরু হয় ২০২০ সালে।
এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের প্রত্যন্ত এলাকায় সব ধরনের স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন। ২০০৮ সালে ক্ষমতায় আসার পর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি ক্লিনিকের কাজ সম্পন্ন করার মধ্য দিয়ে বাংলার মানুষের দোড়গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিয়েছেন। এর ফলে আন্তর্জাতিকভাবে প্রধানমন্ত্রীকে স্বীকৃতি দিয়ে পুরস্কৃত করা হয়েছে এবং সম্মানিত করা হয়েছে।
ভবন উদ্বোধন অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম, ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মুহিতুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির ।

 

ঝালকাঠি আজকাল