• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

বাংলাদেশে সব ধর্মের লোক মিলেমিশেই বসবাস করে

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২৪ মে ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি বলেছেন, বাংলাদেশে সব ধর্মের লোক মিলেমিশেই বসবাস করে। সৌহার্দ্য ও সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনকারী দেশ বাংলাদেশ। এই সম্প্রীতি ধরে রাখতে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী দলকে আবারো ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। অন্যথায় সম্প্রদায়িকতার বিষবাষ্প আমাদের শান্তি বিনষ্ট করবে।
মঙ্গলবার সকালে সার্কিট হাউস হলরুমে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বাড়াতে বিভিন্ন ধর্মীয় নেতা ও সামাজিক ব্যাক্তিদের অংশগ্রহণে দিনব্যাপী কর্মশালা উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এমপি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে কর্মশালার অন্যানের  মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির,উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার,জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী প্রমুখ।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায়  জেলা প্রশাসনের সহযোগীতায় কর্মশালায় শিক্ষক, মসজিদের ইমাম-মুয়াজ্জিন, সাংবাদিক, হিন্দু, বুদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

এদিকে সংঘাত নয়, এসো ঐক্যের বাংলাদেশ গড়ি এ স্লগানকে সামনে রেখে  মঙ্গলবার সকাল ১১টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ সভাপক্ষে ম্প্রতি রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশিল সমাজের করনিয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ (টি এইচ পি) পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি)র আয়োজনে ও নাগরিকের সহযোগীতায় দি হাঙ্গার প্রজেক্টরে কো-অডিনেটর মোঃ ফারুক হোসেন খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার তানজিলা আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোসাঃ ফাতেমা খানম, উপজেলা সমাজ সেবা অফিসার এস এম দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ রুস্তুম আলী খান, সাবেক জেলা পরিষদ সদস্য এস এম আমিরুল ইসলাম লিটন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, সাংবাদিক আব্দুল হালিম,  ছাড়াও উপস্থিতিদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুজ্জামান নিশাত, চেচরীরামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সসম্পাদক মোঃ নাসির উদ্দিন সাবেক উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ মোস্তাফিচজুর রহমান মারুফসহ আরো অনেকে।

 

ঝালকাঠি আজকাল