• রোববার ০৪ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

ঝালকাঠি আজকাল

ঝালকাঠিতে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২২ মে ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিনে নানা আয়োজনে ভূমিসেবা সপ্তাহ শুরু হয়েছে। আজ সোমবার সকালে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। এ সময় শহরে অনুষ্ঠিত হয় মোটরশোভাযাত্রা। সদর উপজেলা পরিষদ চত্বর থেকে মোটরশোভাযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রার নেতৃত্ব দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। পরে সদর উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, ভূমি অফিসের এখন আর মানুষকে হয়রানি হতে হবে না। অফিসে না গিয়েই অনলাইনে ভূমি উন্নয়ন কর, ই-নামজারি, খতিয়ান সংগ্রহ, নকশা ডাউনলোড,সহ সব ধরণের সেবা পাওয়া যাবে। ভূমি আমাদের প্রধান সম্পদ, এই ভূমির ওপর ভিত্তি করে আমরা বেঁচে আছি।
ঝালকাঠির সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার আফরুজুল হক টুটুল,জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার, ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।

 

ঝালকাঠি আজকাল