• মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ৫ ১৪৩০

  • || ০৮ রমজান ১৪৪৫

ঝালকাঠি আজকাল

ঝালকাঠি উপজেলার আশ্রয়কেন্দ্র গুলো পরিদর্শন করেন জেলা প্রশাসক

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ১৪ মে ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া উপজেলার আশ্রয়কেন্দ্রগুলো পরিদর্শণ করেছেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। শনিবার বিকাল ৪টা থেকে রাত ১২টা পর্যন্ত দুই উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেয়া জনগণের খোঁজখবর নেন জেলা প্রশাসক। এসময় আশ্রয়কেন্দ্রে অবস্থানরতদের মাঝে শুকনা খাবার বিতরণ করা হয়।
এছাড়াও জেলা প্রশাসক কাঠালিয়া ও রাজাপুর উপজেলার নদী তীরবর্তী এলাকা পরিদর্শন করেন। এসময় স্থানীয়দের সাথে ঘূণিঝর্ড়ে মোখা মোকাবেলা সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করেন।
এ সময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, ঝালকাঠি স্থানীয় সরকারের উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: রুহুল আমিন, অতিরিক্ত জেলা মেজিষ্ট্রেট মোহাম্মদ মামুন শিবলী, কাঠালিয়া উপজেলা চেয়ারম্যান এমাদুল হক, কাঠালিয়ার নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান, রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান খান, শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনসহ আরো অনেকে।
উল্লেখ্য, ঘূণিঝর্ড় মোখা মোকাবেলায় ঝালকাঠিতে ৬১টি সাইক্লোন শেল্টার ও ৩৬৬টি শিক্ষা প্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে প্রস্তুত করেছে ঝালকাঠি জেলা প্রশাসন। এ আশ্রয়কেন্দ্রগুলোতে ১লাখের অধিক মানুষ আশ্রয় নিতে পারবেন। সর্বশেষ শনিবার রাত ১২টায় পাওয়া তথ্য অনুযায়ী ৭৪৭জন আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহণ করেছেন।

 

ঝালকাঠি আজকাল