• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

গণতন্ত্রের মানসকন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবস

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ৮ মে ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: ‘৭ই মে সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালিত হয়েছে ঝালকাঠিতে। রবিবার সন্ধ্যায় ঝালকাঠি জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে দলীয় কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মোঃ শাহ আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নলছিটি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তরুণ কুমার কর্মকার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিল, জেলা যুবলীগের আহ্বায়ক রেজাউল করিম জাকির।

এ সময় বক্তারা বলেন, ২০০৭ সালের ৭ মে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার ঘোষিত জরুরি অবস্থা চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসা শেষে শত প্রতিকূলতাকে উপেক্ষা করে গণতন্ত্র পুনরুদ্ধার করতে বাংলাদেশে ফিরে আসেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। এর মাধ্যমেই এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। ৭ মে শুধু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস নয়, ৭ মে প্রকৃতপক্ষে গণতন্ত্র এবং গণতন্ত্রের মানসকন্যার স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

এ সময় শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পরম করুণাময়ের নিকট বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়।

 

ঝালকাঠি আজকাল