• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

ঝালকাঠি আজকাল

তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণে টাস্কফোর্স কমিটির সভা

ঝালকাঠি আজকাল

প্রকাশিত: ২০ মার্চ ২০২৩  

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ধূমাপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন ২০০৫ বিষয়ক টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে এই সভায় সিভিল সার্জন ডাঃ জহিরুল ইসলামের সভাপতিত্ব করেন।

  এই সভায় স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব জাহাঙ্গীর হোসেন প্রধান অতিথি ছিলেন, বিশেষ অতিথি ছিলেন একই মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আঃ ছালাম, ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ রুহুল আমিন ও অতিরিক্ত পুলিশ সুপার সংকর কুমার দাস। সভায় ব্যবসায়ী, সাংবাদিক, স্বাস্থ্যবিভাগ ও সুশীল সমাজের প্রতিনিধি এই টাস্কফোর্স কমিটিভূক্ত সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় করোনাকালীন পরিস্থিতির পর থেকে টাস্কফোর্স কমিটির ধুমপান ও তামাকজাত ব্যবহারের ক্ষেত্রে মোবাইল কোর্ট সহ আইনি কার্যক্রম শিথিল হয়ে পড়েছে। তবে এই কার্যক্রম বাস্তবায়নে এখন থেকেই জোড়ালো কর্মসূচি নেয়ার প্রয়োজনীয়তা রয়েছে মর্মে সভায় অভিমত ব্যক্ত করা হয়েছে।

 

ঝালকাঠি আজকাল